অপহরণের মামলায় কবিরাজ গ্রেফতার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে শহিদুর রহমান (৪৫) নামে এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার শহিদুরকে আদালতের মাধ্যমে জেলা-হাজতে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের খোঁয়াজ খামার গ্রামের দাড়কা শেখের পুত্র শহিদুর রহমান পেশায় একজন কবিরাজ। তিনি অকুমারী মেয়েদের দিয়ে গান বাজনার মাধ্যমে বিভিন্ন অসুস্থ্য প্যারালাইষ্ট রোগীকে চিকিৎসা দিয়ে আসছিলেন। প্রায় ৩ থেকে ৪ মাস পূর্বে শহিদুর পার্শ্ববর্তী হাতিয়া ইউনিয়নের বগাপাড়া এলাকায় অবস্থান করে এক রোগিকে ঝাঁড়ফুক করতে থাকেন। এর এক পর্যায়ে তিনি ওই মাদ্রাসা ছাত্রীর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়াসহ সখ্যতা গড়ে তোলেন। সে সুবাদে শহিদুর ৭ম শ্রেণির ওই ছাত্রীর সাথে পরিচিত হন। এরপর তাকে বিবাহ করাসহ বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকেন। এতে ওই ছাত্রী রাজী না হলে তাকে অপহরণ করারও হুমকি দেয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর সকালে মাদ্রাসা যাওয়ার পথে ওই ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায় শহিদুর রহমান। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গত বুধবার (০৬ অক্টোবর) উলিপুর থানায় মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই উপজেলার রাণীগঞ্জ কালিরপাঠ এলাকা থেকে শহিদুর রহমানকে আটক করেন। এসময় ভিকটিমকে উদ্ধার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, শহিদুরকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পূন্ন করা হয়েছে।