অপহরণের ৪ মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, নিরাপত্তাহীনতায় ছাত্রীর পরিবার

( ছবি- নমুনা ফাইল )
মিঠাপুকুর প্রতিনিধি:- রংপুরের মিঠাপুকুরে অপহরণের চার মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ষষ্ঠ শ্রেণির ছাত্রী। উল্টো অপহরণকারীদের অব্যাহত হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্রীর পরিবার ও আত্মীয় স্বজনরা।
থানার অপহরণ মামলা সূত্রে জানা গেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের মির্জাপুর নয়াপাড়া গ্রামের ওয়াজেদ মিয়া ওরফে ভুট্টোর ছেলে সোহেল মিয়া ওই ছাত্রীকে প্রায়ই রাস্তা পথে প্রেম ভালোবাসা সহ অনৈতিক প্রস্তাব দিত। এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে সোহেল মিয়া।
গত ২১ জুন সোহেল ও তার লোকজন ওই ছাত্রীর নানাবাড়ি পীরগঞ্জ থেকে জোর করে তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতার নানি পীরগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনার চার মাস অতিবাহিত হলেও পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। এদিকে, এ ঘটনায় অপহরণ মামলা করায় অপহরণকারীরা বাদী ও তার পরিবার সহ আত্মীয়,স্বজনকে নানাভাবে ভয়ভীতি এবং প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আসামিদের অব্যাহত হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্রীর পরিবার ও আত্মীয়-স্বজনরা।
মামলার বাদী ও অপহৃত ছাত্রীর নানি বলেন, ১৩ বছরের নাতনিকে অপহরণ করার পর আসামিরা অপহরণ মামলা তুলে নিতে প্রায়ই হুমকি দিয়ে চলেছে। উল্টোে আমার ও আমার পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার ভয়ভীতি ও হুমকি দিচ্ছে ।
মামলা তদন্তকারী কর্মকর্তা ও পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুপদ হালদার বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। বাদীকে হুমকির বিষয়ে বলেন, এ ঘটনায় কেউ কোন হুমকির অভিযোগ করেনি।
বাদী সহ তার পরিবার হুমকির অভিযোগ দিলে তদন্ত করে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।