রংপুরস্থানীয়

অবশেষে তারাগঞ্জ বাজারের সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে

তারাগঞ্জ বাজার চৌপথী সড়কের কাজ চলছে। এবারে আর সিসি ঢালাই করা হচ্ছে এ সড়ক। ঢালাই কাজ পরিদর্শণ করছেন কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার- ছবি- তারার আলো ।

তারার আলো খবর :
দীর্ঘদিন ধরে অপেক্ষার পর অবশেষে শুরু হয়েছে তারাগঞ্জের প্রাণকেন্দ্র তারাগঞ্জ বাজার চৌপথী রাস্তাটির সংস্কার কাজ। কয়েক বছর ধরে তারার আলো সহ বিভিন্ন পত্র-পত্রিকায় সড়কটির বেহালদশার বিষয়ে একাধিক খবর প্রকাশের পর টনক নড়েছে রংপুর সড়ক ও জনপথ বিভাগের।

রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র তারাগঞ্জ বাজার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরপুর থাকায় তারাগঞ্জ বাজার মুখী মানুষরা ছিল নানান সমস্যার মধ্যে। সম্প্রতি রাস্তাটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে তারাগঞ্জসহ পাশর্^বর্তী কিশোরগঞ্জ উপজেলার মানুষের মধ্যেও।

এই সড়কটি কিশোরগঞ্জ উপজেলার মানুষের ঢাকা, রংপুর, সৈয়দপুর, দিনাজপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলাচলের একমাত্র সড়ক হওয়ায় বিপাকে ছিল কয়েক লক্ষাধিক মানুষের চলাচল ব্যবস্থা। যার অবসান হতে চলেছে তারাগঞ্জ বাজার সড়কটির সংস্কার কাজের মধ্য দিয়ে।

তবে এলাকাবাসীর দাবি সড়কটিতে যেন কোন অনিয়মের আশ্রয় না নিয়ে সিডিউল অনুযায়ী কাজ করা হয়। আর সিডিউল অনুয়ায়ী যেন সড়কের কাজ করা হয়। এ জন্য সব সময় কাজের তদারকি করছেন তারাগঞ্জ উপজেলা সদর(কুর্শা) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক সরকার।

এসময় তিনি কুর্শা ইউনিয়নের বাসিন্দাদের সাথে নিয়ে মাঝে মধ্যে যাচ্ছেন কাজের তদারকিতে। যেন কোনভারে পূর্বের মতো আবার অল্প কিছুদিনের মধ্যে কুর্শা ইউনিয়ন সহ এ অঞ্চলের মানুষকে ভোগান্তিতে পড়তে না হয়।

এব্যাপারে কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার তারার আলোকে জানান, অনেক সাধনার পর অর্থাৎ বলতে গেলে সবার দ্বারে দ্বারে ঘুরে আপাতত ২০০ মিটার সড়কের ঢালাই কাজের বরাদ্দ হয়েছে। ঠিকাদার ২০০মিটার সড়কের আরসিসি ঢালাই কাজ শুরু করেছে। বাকী সড়কও পর্যায়ক্রমে হবে বলে আমরা আশা করছি।

আমাদের রংপুর-২(তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের এমপি মহোদয় এ সড়ক নির্মাণ করার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছেন। এমপি মহোদয়ের চেস্টায় এ সড়কের কাজ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button