আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তাঁতী লীগের এক নেত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

গাইবান্ধা সংবাদদাতা :- পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সদস্য রফিকুল ইসলামের বিরুদ্ধে তাঁতী লীগের এক নেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই তাঁতী লীগের নারী নেত্রী গত বুধবার রাতে থানায় মামলা করেছেন।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রফিকুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। অতিমধ্যে তার অবস্থানের সম্ভাব্য স্থান গুলোতে হানা দেওয়া হয়েছে। তাকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
এ বিষয়ে জানতে রফিকুলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
মামলায় উল্লেখ করা হয়, বিয়ের আশ্বাসে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। দীর্ঘদিনের সম্পর্কের সূত্রে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেল এবং বাসা-বাড়ি ভাড়া করে নিয়ে ওই নারীর সঙ্গে অবাধে শারীরিক মেলামেশা করেন।