আজ হতে পারে তফসিল,দেশব্যাপী ইউপি নির্বাচন শুরু হচ্ছে, বৈঠকে বসেছে ইসি,

তারার আলো অনলাইন ডেস্ক :- আবার শুরু হচ্ছে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন। নভেম্বরের শুরুতে ইউপির দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এজন্য ইউনিয়ন পরিষদ ও অন্যান্য নির্বাচন নিয়ে আজ আনুষ্ঠানিক বৈঠকে বসেছে ইসি। ইসি’র সিদ্ধান্ত দিলে বৈঠক শেষে আজ বুধবার ( ২৯ সেপ্টেম্বর) এ নির্বাচনের তফসিল ঘোষণাও হতে পারে। ইসি’র কর্মকর্তারা এমনি আভাস দিয়েছেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আজকের বৈঠকের আলোচ্যসূচিতে সিরাজগঞ্জ-৬ ও একটি সংরক্ষিত আসনের উপনির্বাচন, সপ্তম ধাপের পৌরসভা নির্বাচন এবং দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের বিষয় রাখা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে ইসির ৮৬তম এ সভা হচ্ছে। সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সভাপতিত্ব করবেন।
ৎ
এদিকে দেশব্যাপী ইউপি নির্বাচন অনুষ্ঠানের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে ইসি। প্রতি উপজেলায় ভোট কেন্দ্রের তালিকাও প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনের অন্যান্য কাজ গুছিয়ে রাখছেন ইসি কর্মকর্তারা।