রংপুর

আদদ্বীন একাডেমীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পাগলাপীর প্রতিনিধি:
উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার শিক্ষার নগরী পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদ্দ্বীন একাডেমীর প্লে হতে দশম ও ২০২২ এর এসএসসি’র কৃতি মেধাবী শিক্ষার্থীদের ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান এবং অভিভাবক সমাবেশ।

২৪ ও ২৫ ডিসেম্বর দু’দিন ব্যাপী সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত অত্র প্রতিষ্ঠান ক্যাম্পাসে সুবিশাল প্যান্ডেলে অনুষ্ঠিত হয় প্লে হতে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং এসএসসি’র জিপিএ-৫, গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী কৃতি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশটি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার। সভাপতিত্ব করেন অত্র হরিদেবপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও উন্নয়নের রুপকার মোঃ ইকবাল হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মঞ্জুম আলী শাহ, প্রশাসনিক কর্মকর্তা ও পরিচালক শহিদুল ইসলাম, পরিচালক ও রংপুর পবিস-২ এর প্রথম শ্রেণির ঠিকাদার বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশিদ ফুলু, সাবেক অধ্যক্ষ ও পরিচালক আব্দুল গণি,

সাবেক অধ্যক্ষ ও পরিচালক আব্দুল বাতেন, অভিভাবকদের মধ্যে ডাঃ আমজাদ হোসেন সহ শিক্ষক, পরিচালক ও অভিভাবকবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক খোরশেদ আলম খোকা, পরিচালক হাবিবুর রহমান, পরিচালক মোশফিকুর রহমান, পরিচালক আব্দুস ছাত্তার,

পরিচালক মোকলেছার রহমান সহ আরও অনেকে। এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ছড়া, কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত, গজল, নাটক-নাটিকা পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা ও পরিচালক শহিদুল ইসলাম।

অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি কোতয়ালী সদর থানার ওসি সুশান্ত কুমার সরকার এবং সভাপতিত্বে অত্র হরিদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বক্তব্যে বলেন এ প্রতিষ্ঠান হতে ১১৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ৭৮ জন জিপিএ-৫ এর ২২ জনেই গোল্ডেন জিপিএ-৫, ৩৮ জন এ এবং ৪ জন এ মাইনেস গ্রেড পেয়ে আবারও সদর উপজেলার শীর্ষস্থান ধরিয়ে রাখায় প্রতিষ্ঠানের এ অসাধারন সাফল্যে সকল শিক্ষক পরিচালক এবং কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

সেই সঙ্গে তারা আশা প্রকাশ করে বলেন আগামীতে এসএসসি সহ যে কোন পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠান বিভাগ ও শিক্ষা বোর্ডের শীর্ষস্থান অর্জন করে পাগলাপীর তথা হরিদেবপুর ইউনিয়নকে দেশের সর্ব মহলের কাছে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই লক্ষ্যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মানসম্মত ও উন্নতমানের পাঠ্যদানে শিক্ষক, পরিচালক ও অভিভাবকদের প্রতি আরও যত্মবান হওয়ার পরামর্শ প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button