
তারার আলো খবর:
“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই শ্লোগানকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা পরিষদের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সাধারন সম্পাদক ইকরামুল হক। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়োজিদ বোস্তামী, তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাজশ্রী লাহা, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন সরকার প্রমুখ।