আবারও বেসরকারি স্কুল ও কলেজ এমপিওভুক্ত করতে আবেদন আহবান
তারার আলো অনলাইন ডেস্ক :- আবারও বেসরকারি স্কুল ও কলেজ এমপিওভুক্ত করতে যাচ্ছে সরকার। এ জন্য এমপিওভুক্ত হতে আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন চেয়ে গত বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তি জারি করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
১০ থেকে ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে এমপিওভুক্তির আবেদন করা যাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। সরাসরি, ই-মেইল বা পত্রের মাধ্যমে এমপিওভুক্তির কোনো আবেদন নেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি সব কাজ ডিজিটাল পদ্ধতিতে করা হবে। এমপিও নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট মানদন্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করা হবে।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের মূল অংশ ও কয়েকটি ভাতা সরকার দেয়।