নীলফামারী

আলমগীর সভাপতি, জনি সাধারণ সম্পাদক সৈয়দপুরে সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন

স্টাফ রিপোর্টার,সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার দুই বছরমেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) শহরের শেরে বাংলা সড়কস্থ সৈয়দপুর প্লাজায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত দ্বি-বার্ষিক সাধারন সভার ওই কমিটি গঠিত হয়।

উক্ত দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সমাজ সেবা অফিসার মো. নূর মোহাম্মদ এবং বিশেষ অতিথি ছিলেন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা জি. এম. কামরুল হাসান।
সভায় সর্বসম্মতিক্রমে সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনকে সভাপতি আহসান হাবীব জনিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

এ কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন তারা হচ্ছেন, সহ-সভাপতি বিথি ইসলাম,খুরশিদ জামান কাকন ও মো. মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক আহসান হাবিব জনি, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, অর্থ বিষয়ক সম্পাদক মো. মামুন, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, দপ্তর বিষয়ক সম্পাদক মো. কুরবান আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রাকিব হাসান, প্রচার সম্পাদক মো. রেজাউল করিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. বেলায়েত হোসেন বিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান, যুব বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মো.মোকাররম হোসেন, কার্যকরী সদস্য মো. নাঈমুল ইসলাম নয়ন, কার্যকরী সদস্য মো. সুমন, ইয়াসিন আরাফাত, মোরসালীন।

প্রসঙ্গত, “পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও” এ শ্লোগানকে সামনে রেখে গত ২০১৩ সাল সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থাটি গড়ে উঠে। বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত হয়ে সেতুবন্ধন সংগঠনটি গণপ্রজাতন্ত্রী পুরো সৈয়দপুরব্যাপী পাখির নিরাপদ আবাসস্থল গড়ে তোলার প্রত্যয়ে গাছে গাছে কলস বেঁধে দিয়ে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button