আলমপুরের সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতার দাফন এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

তারার আলো খবর ॥ বাংলাদেশ আওয়ামীলীগ তারাগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ও ১নং আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং আলমপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (একাধিকবার নির্বাচিত (পাঁচবার) ঈমান উদ্দিন সরকার গত বৃহস্পতিবার ভোর ৫.৩০ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ওইদিন মরহুমের নামাজে জানাযা শেষে খুর্দ্দবিলাইচন্ডি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী,৬ ছেলে চার কন্যা, নাতী, নাতনি সহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও বহুগুনগ্র্যাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক। তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রংপুর জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ও হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুন অর-রশিদ বাবুল,কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার,ইকরচালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।
এছাড়াও শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন-জাতীয়পার্টি তারাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শাহিনুর ইসলাম মার্শাল। প্রেস ক্লাব তারাগঞ্জ এর সভাপতি ও সাপ্তাহিক তারার আলো সম্পাদক ও প্রকাশক মোঃ খবির উদ্দিন প্রাং।