তারার আলো খবর ॥ বাংলাদেশ আওয়ামী লীগ তারাগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ও ১নং আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং আলমপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (একাধিকবার নির্বাচিত (পাঁচবার) ঈমান উদ্দিন সরকার আজ বৃহস্পতিবার ভোর ৫.৩০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের নামাজে জানাযা আজ বিকাল ৫.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান জানান. ঈমান উদ্দিন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সময়কাল থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ তারাগঞ্জ উপজেলার সাথে যুক্ত। তিনি আওয়ামীলীগের একজন প্রবীণ বর্ষীয়ান রাজনীতিবিদ। তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা গভীর শোকাহত। তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সকলকে তার জানাযা নামাজে অংশগ্রহন করার জন্য আহবান জানানো যাচ্ছে।