ইকরচালীতে ট্রাক উল্টে পড়ায় কয়েক ঘন্টা যান চলাচল বিঘ্ন

তারার আলো খবর : চোখে ঘুম নিয়ে ট্রাক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে সড়ক বিভাজনে তুলে দিলে ট্রাক সড়কের মাঝখানে উল্টে পড়ে যায়। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক ঘন্টা পর হাইওয়ে থানার তৎপরতায় ট্রাকটিকে তুলে থানায় নেয়ার পর আবার যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাটি ঘটেছে বুধবার রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালীতে।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী পণ্যবাহী একটি ট্রাকের চালক বুধবার ভোররাতে চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর সময় রংপুর দিনাজপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ডের প্রবেশ মুখে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের উপরে তুলে দেয়। এতে ট্রাকটি উল্টে রাস্তার দক্ষিন দিকের অংশে পড়ে গিয়ে মহাসড়কের একদিকের যান চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে ঘটনাস্থলের জায়গায় কমে আসলে হাইওয়ে থানার তৎপরতায় দুপুর ১টার দিকে ট্রাকটিকে তুলে থানায় নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে থানার ওসি নূরন্নবী প্রধান বলেন, বৃষ্টিপাতের কারনে ট্রাকটিকে রাস্তা থেকে সড়িয়ে নিতে সময় লেগেছে। তবে যানজট বাধেনি। ট্রাকটি আমাদের থানা হেফাজতে রয়েছে। ট্রাকটির চালক ও হেল্পার পলাতক রয়েছে।