ইকরচালীতে ব্রেক ফেল করে সড়ক বিভাজনে যাত্রীবাহী বিআরটিসি বাস

তারার আলো খবর : রংপুরের তারাগঞ্জে ব্রেক ফেইল করে সড়ক বিভাজনের উপর উঠে পড়েছে একটি যাত্রীবাহী বিআরটিসি বাস। ঘটনাটি ঘটেছে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সড়ক বিভাজনের পূর্ব মাথায় মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকাল প্রায় ৪টার দিকে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অল্পের জন্য বেঁচে যায় বাসের অর্ধশতাধিক বাসযাত্রী।
তারাগঞ্জ হাইওয়ে থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাল আনুমানিক প্রায় ৪টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ইকরচালী এলাকায় আসলে ব্রেক ফেইল করে। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হতাহতের ঘটনা এড়াতে চালক উপায়ন্তর না পেয়ে সড়ক বিভাজনের উপর তুলে দেয়। এতে বাসটির সামনের দিকের অংশ ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীদের নিজ গন্তব্যে পৌঁছাতে সহযোগীতা করে বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) নুরন্নবী প্রধান বলেন, বাসটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।