
তারার আলো খবর :
“জোরসে চলো বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ : বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্গত উন্নয়নশীল দেশে উত্তরণ সংক্রান্ত জাতীয় কমিটির আয়োজনে অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন তারাগঞ্জ উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে প্রজেক্টরের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন, বঙ্গবন্ধু টানেল স্থাপন, ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, মেট্রোরেলসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুৃর রহমান লিটন, ইউএনও মোঃ রাসেল মিয়া, সহকারি কমিশনার (ভূমি) ইলোরা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমীন, উপজেলা প্রকৌশলী হায়দার জামান,
কৃষি কর্মকর্তা উর্মি তাবাস্সুম, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নীল রতন দেব, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফরহাদ নোমান শিমুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এবিএম সিদ্দিক, সমাজ সেবা কর্মকর্তা মাহামুদুল ইসলাম, নারী নেত্রী লায়লা সরকার প্রমুখ।