উলপিুরে পুলশিরে ভয়ে ১০মাস পালয়িে থাকা হত্যা মামলার আসামী আটক

কুড়গ্রিামরে উলপিুরে ১০ মাস পালয়িে থাকা হত্যা মামলার প্রধান আসামী আলম বাদশা(৩০)কে আটক করছেে পুলশি।
আটক আলম বাদশা উপজলোর র্দূগাপুর ইউনয়িনরে গোড়াই রঘুরায়(ময়িাজীপাড়া) এলাকার সরজ উদ্দনিরে পুত্র।
পুলশি জানায়, মামলা হওয়ার পর গা-ঢাকা দয়ে আলম বাদশা। বভিন্নি জায়গায় ছদ্মনাম ব্যবহার করে বসবাস করছলিো। বুধবার(২৩ জুন) দুপুরে গোপন সংবাদরে ভত্তিতিে কুড়গ্রিাম সদর থানা পুলশিরে সহযোগতিায় মোগলবাসা এলাকা থকেে আলম বাদশা(৩০)কে আটক করে উলপিুর থানা পুলশি।
জানা গছে,ে গত বছররে ৮ই আগষ্ট উপজলোর র্দূগাপুর ইউনয়িনরে গোড়াই রঘুরায়(ময়িাজীপাড়া) এলাকায় নজি বাড়ীতে অভযিুক্ত আলম বাদশা তার স্ত্রী শউিলী বগেমকে বধেড়ক মারপটি শুরু কর,ে এসময় তার আত্মচৎিকার শুনে র্পাশ্বর্বতী বাড়রি জয়গুন বগেম(৪০) এসে মারপটিে বাঁধা দয়ে। এসময় তাকওে এলোপাতারি মারধর করে গুরুত্বর রক্তাক্ত জখম কর।ে পরে স্থানীয় চকিৎিসক দ্বারা মাথায় ৭টি সলোই দলিওে মারা যান জয়গুন বগেম। পরে এ ঘটনায় জয়গুন বগেমরে ছলেে জাইদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়রে করনে।
বৃহস্পতবিার দুপুরে উলপিুর থানার অফসিার ইনর্চাজ(ওস)ি ইমতয়িাজ কবরি জানান, আটক আসামীকে জলে হাজতে প্ররেণ করা হয়ছে।