কুড়িগ্রাম
উলিপুরে অসহায় দুস্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ

উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে অসহায় দুস্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে আফনান ও গ্যালাক্সী এ্যাপারেল এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৪ হাজার ২‘শ হতদরিদ্রের মাঝে শাড়ী, লুঙ্গি ও শিশুদের টি-শার্ট বিতরণ করা হয়। উলিপুর পৌর শহরের পূর্ব বাজারে অবস্থিত আফনান ভিলায় বিরতণকালে উপস্থিত ছিলেন, আফনান ও গ্যালাক্সীর ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল হক মানিক, খাওনার দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান শহীদ, স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাব প্রমূখ। উল্লেখ্য, আফনান ও গ্যালাক্সী এ্যাপারেল কোম্পানীটি দারিদ্রপীড়িত এ উপজেলায় বিভিন্ন দূর্যোগ মহুর্তে অসহায় দুস্থ্যদের নানাভাবে সাহায্য সহযোগিতা করে আসছে।