উলিপুরে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি দেশব্যাপী অন্ধ ধর্মীয় গোষ্ঠী কর্তৃক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে শান্তি শোভাযাত্রা বের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস-চেয়ারম্যান আবু সাঈদ সরকার, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, বজরা এলকে আমিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান হাবীব রানা, পাঁচপীর কেরামতিয়া দ্বি-মুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও: শফিকুর রহমান,পুরোহিত সমিতির নেতা সুনীল চক্রবর্তী প্রমুখ।
এছাড়া শান্তি শোভাযাত্রায় অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।