উলিপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
“স্বাস্থ ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে র্যালি ও আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে নার্সিং সুপারভাইজার পারুল খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জুনিয়র কনসালটেন্ট ডা. আব্দুল মতিন, ডা. শুভজিত চক্রবর্তী, ডা. ফরহাদ হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাঈদুল ইসলাম।
পরিসংখ্যান বিদ শহিদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই মুরাদ হোসেন, নার্স পেয়ারা খাতুন, জান্নাতুন নূরা,তাসনিমা ইতি,শাহিদা বেগম, সাবিনা ইয়াসমীন প্রমুখ।