কুড়িগ্রাম
উলিপুরে এসএসসি-১৯৭৯ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
“এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে” এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৭৯ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এরপর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সাবেক শিক্ষার্থী ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ ঈমাম আমিন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল গফুর,
সাবেক সহকারী শিক্ষক জহুরুল হক, আজিজার রহমান, ইব্রাহিম আলী, সাবেক শিক্ষার্থী জিয়াউল হাসান, মোশাররফ হোসেন, আব্দুল্লা হেল বাকি বীর, জয়নাল আবেদীন লুৎফর রহমান, আকরাম হোসেন, রেজাউল ইসলাম প্রমুখ।