কুড়িগ্রাম

উলিপুরে ক্ষতিগ্রস্থ দুর্গামন্দির পরিদর্শন করেন অধ্যাপক এম এ মতিন এমপি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ দুর্গামন্দির গুলো পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

শনিবার দুপরে ক্ষতিগ্রস্থ দুর্গামন্দির পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক প্রভাষক স ম আল মামুন সবুজ, ত্রাণ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু, সহ প্রচার সম্পাদক সহকারি অধ্যাপক শাহিনুর আলমগীর, গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ রিজু, সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা সাইদুল হক বাচ্চু, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উলিপুর পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, উলিপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার খোকন, গুনাইগাছ ইউপি সদস্য আবুল কাশেম প্রমূখ।

এদিকে গত শুক্রবার জেলা প্রসাশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পশ্চিম কালুডাঙ্গা ব্রাহ্মনপাড়া দুর্গা মন্দির, পশ্চিম কালুডাঙ্গা সার্বজনীন দূর্গা মন্দির, নেফরা শ্রী শ্রী দুর্গামন্দির ও হোকডাঙা ভারতপাড়া সর্বজনীন দূর্গা মন্দিরে ২৫ হাজার টাকা করে ১ লাখ টাকা বিতরণ করা হয়। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নিবার্হী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুর রহমান, উলিপুর পৌর মেয়র আলহাজ¦ মামুন সরকার মিঠু, উলিপুর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আহসান হাবিব রানাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুমিল্লার একটি পূঁজামন্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় উলিপুরে প্রায় ৯টি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান বিক্ষুব্ধ জনতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button