কুড়িগ্রাম

উলিপুরে গণহত্যার পরিবেশ থিয়েটার শোণিতপুরান কর্মশালা ও মহড়া উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে গণহত্যার পরিবেশ থিয়েটার শোণিতপুরান কর্মশালা ও মহড়া উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উলিপুর বণিক সমিতি কার্যালয়ে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে রুবাইয়াৎ আহমেদের রচনায়, হাবিব মাসুদের নির্দেশনায় শোণিতপুরান কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম.এ মতিন।

জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রভাষক স.ম আল মামুন সবুজ। প্রভাষক আবু হেনা মুস্তফার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু , উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, এম এ মতিন কারিগরি কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল মজিদ হাঁড়ি, পার্থ সারথী সরকার, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, বিশিষ্ট ব্যবসায়ী রতিন্দ্র প্রসাদ পান্ডে, তপন সেন গুপ্ত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ফিরোজ আলম মন্ডল, সংগীত শিল্পি পঞ্চানন রায়, সুজন উলিপুর শাখার সাধারণ নূরে আলম সিদ্দিক প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের (১৩ নভেম্বর) পাক-হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-সামস বাহিনীর সহযোগিতায় হাতিয়া ইউনিয়নের দাঁগারকুটিসহ আশপাশের এলাকার ৬৯৭ জন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। ওই দিন নিরস্ত্র অসহায় বাঙালীর উপর পাক বাহিনীর এমন নৃসংসতার কথা তুলে ধরে নিন্দা জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button