উলিপুরে তিস্তা নদীর ভাঙনের শিকার ৬১ পরিবারের মাঝে টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ভাঙনের শিকার ৬১ পরিবারের মাঝে নগদ ৩ হাজার করে টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। মঙ্গলবার দুপুরে থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার পিয়ারি দাখিল মাদরাসা মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে টাকা ও খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহরাব আলী মোল্লা, সহ প্রচার সম্পাদক সহকারী অধ্যাপক শাহীনুর আলমগীর, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল মজিদ হাঁড়ি, আব্দুল জলিল শেখ, আনিছুর রহমান, উলিপুর প্রেসক্লাবের আহবায়ক আনিছুর রহমান মিয়াজী প্রমূখ।