উলিপুরে তিস্তা নদীর স্রোতে ডুবে কৃষক নিখোঁজ
আব্দুল মালেক,উলিপুর:
কুড়িগ্রামের উলিপুরে তিস্তার তীব্র স্রোতে ডুবে বদিউজ্জামান (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের চর জুয়ান সতরায় এ ঘটনা ঘটে।
এ রিপোর্ট সন্ধ্যা সাড়ে ৬ টায় লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তিনি ওই ইউনিয়নের দঁড়ি কিশোরপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে বদিউজ্জামান, শহিদুল ইসলাম, সাজু মিয়া, গোলজার হোসেন, মশিউর রহমানসহ ৭ জন তিস্তা নদী পাড়ি দিয়ে (চরজুয়ান সতরায়) গরুর ঘাস কাটতে যান। দুপুরে ঘাস নিয়ে নদী সাতরে বাড়ি ফেরার পথে বদিউজ্জামান তিস্তার প্রবল স্রোতে ডুবে যান।
প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, সকালে আমরা ঘাস কাটতে নদী পার হই। কিন্ত তখন হাটু পানি ছিল। ঘাস কেটে ফেরার পথে নদীর পানি বেড়ে স্রোত বয়ে যাচ্ছে। আমরা সবাই ঘাসের বস্তা নিয়ে পাড়ি দেয়ার সময় অনেকে স্রোতের কবলে পড়ে যাই। পরে সবাই নিরাপদে কিনারায় ফিরতে পারলেও বদিউজ্জামান ফিরতে পারেননি। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
এ বিষয়ে উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার আলী বলেন, বিষয়টি এখনও কেউ আমাদের জানায়নি।