উলিপুরে দুই দিনের মেলা ৩ ঘন্টায় শেষ
আব্দুল মালেক,উলিপুর
কুড়িগ্রামের উলিপুরে দুই দিনব্যাপি স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও স¤প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধনের পর ৩ ঘন্টায় শেষ করছেন মেলা কর্তৃপক্ষ। এ ঘটনায় উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে।
গত রবিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপি মেলার উদ্বোধন করেন, উপ-সচিব, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ মিনহাজুল ইসলাম।
পরে উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত ১০টি স্টল বসানো হয়েছিল। কিন্তু ২দিন ব্যাপি মেলা চলার কথা থাকলেও ৩ ঘন্টায় শেষ হওয়ায় স্টোল কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করেছে।
নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন বলেন, মেলায় মালামাল নিয়ে সোমবার সকালে (৩০জানুয়ারি) লোক প্রেরণ করে জানতে পারি ওখানে কোন স্টোল নেই। কর্তৃপক্ষ আগে জানিয়ে দিলে ভালো হতো। তখন যাওয়া লাগতো না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা বলেন, ঢাকা থেকে যারা এসেছিল তারা যেভাবে চেয়েছে সেভাবে করা হয়েছে।