উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:- কুড়িগ্রামের উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের সহযোগিতায় এবং ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি হুমায়ূন কবির সূর্য, ধরণীবাড়ী মাঝবিল পানাউল্লাহ দাখিল মাদরাসার সুপার মাও. আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক নাজমুল হুদা রুবেল। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এস এম আরিফুজ্জামান, মনিটরিং ইভ্যালুয়েশন এন্ড ডকুমেন্টেশন অফিসার বিধান চন্দ্র, ফিল্ড ফেসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি, জেসি ইয়াসমীন, নুর ইসলাম, নুর জাহান বেগম,আমিনুল ইসলাম, নাসিমা বেগম প্রমুখ।
এসময় বক্তারা বাল্য বিয়ের বিভিন্ন সমস্যা উল্লেখ করে ধরণীবাড়ী ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন।