উলিপুরে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন (বিএপিএস) কুড়িগ্রাম জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উলিপুর পৌর ভবনে বিএপিএস কুড়িগ্রাম, উলিপুর ও নাগেশ্বরী শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উলিপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু। প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এ্যারোস্পস ইউনিভার্সিটির প্রধান পরামর্শক সালমান হাসান ডেভিড মারজান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পাটোয়ারী জিসান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগড় পৌরসভার সচিব ও বিএপিএস রংপুর বিভাগের আহবায়ক মজিবর রহমান, বিএপিএস রংপুর বিভাগের সদস্য সচিব হাবিবুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদক মেরিনা পারভীন লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, সহ সাংগঠনিক সম্পাদক সুজন শাহ, কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ, ঠাকুরগাঁও পৌরসভা নির্বাহী প্রকৌশলী দুলাল হোসেন, কুড়িগ্রাম পৌরসভা কর্মচারী সংসদের সভাপতি হাফিজুর রহমান বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, নাগেশ্বরী পৌরসভা কর্মচারী সংসদের সভাপতি আলী হোসেন, উলিপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম পৌরসভা সহ রংপুর বিভাগের বিভিন্ন পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ।