উলিপুরে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে
সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা দুর্গামন্দির সহ প্রতিমা ভাংচুরের প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মসজিদুল হুদা মোড়ে হিন্দু সম্প্রদায়ের সহস্রাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহন করে।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ গোলাম মোস্তফা, উপজেলা পুঁজা উদযাপন কমিটির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আহসান হাবিব রানা,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক নিমাই কুমার সিংহ, সিএনজি মালিক সমিতি জেলা কমিটির সাধারন সম্পাদক আব্দুল মোতালেব, মুক্তিযোদ্ধা স্বপন কুমার সরকার ভগত, পশ্চিম কালুডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সিতেন্দ্রনাথ সেতু, নেফরা শ্রী শ্রী দুর্গামন্দির কমিটির সভাপতি নৃপেন্দ্রনাথ বর্মন প্রমূখ।