কুড়িগ্রাম
উলিপুরে বন্যাদুর্গত পরিবাবের মাঝে ত্রাণ বিতরণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ- কুড়িগ্রামের উলিপুরে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে ১’শ বানভাসি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি মুসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১টি সাবান ও ২ কেজি আলু বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মজুমদার ভোলা, উপজেলা যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রমুখ। এছাড়া ওই ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।