উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:- কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজন আর উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়।বর্ণাঢ্য আনন্দ র্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন সরকার।

এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকারের সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা,জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আহসান হাবিব রানা,উপজেলা যুবলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ।
এছাড়াও উপজেলার আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।