কুড়িগ্রাম
উলিপুরে বিট পুলিশিং’র আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বিট পুলিশিং’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) দুপুরে হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ বেষ্টিত চর গুজিমারী এবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাবেক হাতিয়া ইউপি চেয়ারম্যান বি এম আবুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন, এসআই মশিউর রহমান, ইউপি সদস্য বারেক মিয়া প্রমুখ।