উলিপুরে মাদ্রাসার ব্যবহৃত বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ফুটবল খেলা দেখতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাঈম ইসলাম (৮) নামে
এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার দলদলিয়া
ইউনিয়নের কর্পুরা করিমিয়া ফাজিল মাদরাসা মাঠে। নিহত নাঈম ওই এলাকার
রফিকুল ইসলামের পুত্র। এ ঘটনায় এলাকায় শোকের মাতম পড়েছে।
প্রত্যেক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা, মঙ্গলবার বিকেলে স্থানীয় যুবকরা মাদরাসা মাঠে
ফুটবল খেলার আয়োজন করেন। এসময় লোকজনের ভিড়ে নাঈম ইসলামের খেলা দেখতে
অসুবিধা হয়। পরে সে মাদরাসার বারান্দার চালের (ছাঁদ) উপর উঠলে, আকস্মিক
বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।