স্থানীয়
উলিপুরে লকডাউনে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে করোনা ভাইরাস সংক্রমণরোধে চলতি লকাডাউনে কর্মহীন রিকশা-ভ্যান, হোটেল, কুলি-মজুর ও বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১৮১ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার বিকেলে পৌর অফিস চত্বরে এসব শ্রমিকদের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ টি সাবান, হাফ লিটার তেল, লবণ, ডাল ও চিড়া বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, ভারপ্রাপ্ত সচিব মাহবুবুল আলম প্রমূখ।
এছাড়াও খাদ্য সহায়তা চেয়ে ৩৩৩ নম্বরে কল করা ৬০ জনের মধ্যে যাচাই-বাছাই করে ৪০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।