উলিপুরে হিন্দুধর্মাবলম্বীদের গণঅনশন ও গণ অবস্থান কর্মসূচি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে হিন্দুধর্মাবলম্বীদের গণঅনশন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহীদ মিনার চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উলিপুর উপজেলা শাখার আয়োজনে সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার যথার্থ বাস্তবায়ন ও সা¤প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহŸান জানিয়ে গণঅনশন ও গণ অবস্থান করেছেন তারা।
এসময় বাংলাদেশ পূঁজা উদযাপন কমিটি উপজেলা শাখার সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার সঞ্চালনায় তাদের সাথে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার,সাতদরগাহ্ নেছারিয়া কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ মাও. আবুল কাশেম, সাবেক সিভিল সার্জন ডা. লোকমান হাকিম, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল মজিদ হাড়ি, সাইদুল হক বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা প্রমুখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুধিজন উপস্থিত ছিলেন।
পরে দুপুরে জুস পান করিয়ে হিন্দুধর্মাবলম্বীদের গণঅনশন ভাঙাচ্ছেন অধ্যপক এম এ মতিন এমপি। এরপর গণ অবস্থান ত্যাগ করেন তারা।