উলিপুরে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রামের উলিপুরে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. হাসান মোহাইমেনুর সান, ডা. তানজিরুল ইসলাম, ডা. মৌমিতা সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার প্রমূখ।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীয় ২০২১ সালের ল্যাকটেটিং মাদার সহয়তা তহবিল কর্মসূচীর আওতায় ভাতা ভোগী মা দের জন্য হেল্থ ক্যাম্প কর্মসূচী প্রতি মাসে ৮’শ হারে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩ বছর মেয়াদে ৪২৫জন ভাতা পেয়ে থাকেন।
এই কর্মসূচীতে স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় ৩ জন ডাক্তারের মাধ্যমে বিনামূলে স্বাস্থ্য সেবা ও উপকরণ প্রদান করা হয়।