উলিপুর উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিলটি বিজয় মঞ্চ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উলিপুর পৌর মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালমান হাসান ডেভিট মারজান,
উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, নব নির্বাচিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মঈনুর রশিদ নোমান সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।