উলিপুর পান্ডুল ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রামের উলিপুরে পান্ডুল ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের সহযোগিতায় এবং পান্ডুল ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার মঙ্গা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পান্ডুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল আজিজ, মাওঃ আব্দুল গফুর, পান্ডুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উলিপুর থানার এস আই আজাহারুল ইসলাম, ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার আলমগীর হোসেন, প্রকল্পের প্রোগ্ৰাম অফিসার রেজওয়ান সাতিল, মনিটরিং অফিসার আহাদ্দুজামান, জিনেট টিজ্ঞা। উপস্থিত ছিলেন, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি, নুর ইসলাম, আমিনুর ইসলাম, মাইদুল ইসলাম, আলিফা বেগম, মনিরা বেগম, জীবন চন্দ্র, নাসিমা বেগম প্রমুখ।
এসময় বক্তারা বাল্য বিয়ের বিভিন্ন সমস্যা উল্লেখ করে পান্ডুল ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করেন।