উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার বহুতল ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার বহুতল ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নতুন ভবন মিলনায়তনে নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শফিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বক্তব্য রাখেন, কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ। এ সময় উপস্থিত উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু,
উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শিমুল মাহমুদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হাড়ি, সাইদুল হক বাচ্চু, মাদ্রাসার সভাপতি মজিবুল আহসান রাজু, সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম সরকার, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।