এএসআই আরিফের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরন সভা

পাগলাপীর( রংপুর) প্রতিনিধি:ধ- রংপুর কোতয়ালী থানার এএসআই আরিফুর রহমান আরিফ এর আত্মার রুহের মাগফেরাত কামনা করে এক মিলাদ দোয়া মাহফিল ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আছর থানা ক্যাম্পাসের মসজিদে অনুষ্ঠিত হয় স্মরন সভা ও মিলাদ দোয়া মাহফিলটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন তদন্ত ওসি মমতাজুল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী রফিকুল ইসলাম মাষ্টার, বিশিষ্ট আলেম মাওলানা মোঃ আশরাফ হোসেন, আলহাজ্ব গোলাম মোস্তফা, সমাজসেবক সাইফুল ইসলাম ও পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম সহ কোতয়ালী থানার উর্ধ্বতম পুলিশ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠিত স্মরন সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন মরহুম এএসআই আরিফুর রহমান আরিফের কর্মময় জীবনের স্মৃতি চারন করে বলেন সে সৎ ও নিষ্ঠাবান ছিলেন এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।