এক দিনের বন্যায় সড়ক ও ব্রিজ ভেঙে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে

এক দিনের পানির তোড়ে ভেঙে গেছে সড়ক ও ব্রিজ,যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ছবি- তারার আলো
স্টাফ রিপোর্টার,গঙ্গাচড়া(রংপুর):-
এক দিনের বন্যায় রংপুরের গঙ্গাচড়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পানির তোড়ে বিভিন্ন ইউনিয়নে পাকা রাস্তা সহ ব্রীজ ভেঙ্গে গেছে। ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
জানা যায়, গত মঙ্গলবার রাতে হঠাাৎ করে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কারনে উপজেলার সাত ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা রুদ্র রুপ ধারন করে। হাজার হাজার পরিবার পানিবন্দি ও রাস্তা ঘাট তলিয়ে যায়। ভেঙ্গে যায় কাচা পাকা রাস্তা। ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে যায়।
লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, পানির তোড়ে বাাগেরহাট এলাকার এক কিলোমিটার এলাকার হিরিং বন্ড লন্ডভন্ড হয়ে গেছে।
মর্নেয়া ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ বলেন,তার ইউনিয়নে বন্যায় দুইটি ব্রীজ ও দুই স্থানে পাকা রাস্তা পানির তোড়ে ভেঙ্গে গেছে। ফলে ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, উপজেলার সাত ইউনিয়নে মোট ২০ কিলোমিটার পাকা রাস্তা ক্ষতি হয়েছে।