বিনোদন

কণ্ঠশিল্পী ন্যান্সি এখন আর একা থাকছে না,পাওয়া গেল স্বামীর পরিচয়

তারার আলো অনলাইন ডেস্ক: আগামী সেপ্টেম্বরে বিয়ে করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী ন্যান্সি। তবে বিয়ের খবর গণমাধ্যমে জানালেও পাত্র কে- সে খবর জানাননি তিনি। বলেছেন, পাত্র কে সেটা আপাতত জানাতে চাই না। অনুষ্ঠান করেই সবাইকে জানাবো।

কিন্তু ন্যান্সি না বললেও খোঁজ নিয়ে জানা গেছে কাকে বিয়ে করতে চলেছেন এ গায়িকা। পাত্রের নাম মোহসিন মেহেদী। তিনি গীতিকবি। অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন।

পাত্রের পরিচয় জানার পর ন্যান্সির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমকালকে বলেন, ‘আমরা আংটি বদল করেছি। ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবো। কিন্তু করোনার কারণে মনে হয় না অনুষ্ঠান করতে পারবো। এখন প্ল্যান হচ্ছে একদিন হুট করেই হয়তো বিয়ে করে ফেলবো। ’

মোহসিন মেহেদীর সঙ্গে বিয়ের বিষয়টি একেবারেই পারিবারিকভাবে হচ্ছে বলে জানান ন্যান্সি। তাদের বিয়ের ব্যাপারে মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের সিইও আনোয়ার হোসেন।

এরই মধ্যে ন্যান্সি ও মোহসিন ফেসবুকে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘গট ইনগেজড’ দিয়েছেন। কমেন্টে শুভকামনা জানাচ্ছেন ভক্তরা।

গানের সূত্র ধরেই মোহসিন মেহেদীর সঙ্গে ন্যান্সির পরিচয় বলে জানা গেছে। গত বছর মোহসিনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।

ন্যান্সি বলেন, ‘এক বছর আগে মোহসিনের কথায় গান করেছি, কিন্তু এটা ভাবার কারণ নেই যে তার সঙ্গে আগে থেকেই আমার সম্পর্ক। আমার আর তার বিয়ের উদ্যোগটি মূলত: আনোয়ার ভাই নিয়েছেন। এখন পারিবারিকভাবে সব হচ্ছে।’

ন্যান্সির তৃতীয় বিয়ে এটি। এর আগে তিনি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সেই সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যান্সী পরে ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন।

এদিকে ন্যান্সির সঙ্গে গীতকবি মোহসিন মেহেদীর দ্বিতীয় বিয়ে হতে চলেছে। তার প্রথম স্ত্রীর ঘরে দুই সন্তান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button