করোনা আবারো কেড়ে নিলো ২৬১ প্রাণ
তারার আলো অনলাইন খবরঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬১ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় দৈনিক মৃত্যুর হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ হতে রেকর্ড ২৬৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ হাজার ৪১১ জনে। গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৭০২ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৭১৪ টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৬৪ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ১১,৮৮ হাজার ৮২০ জন। করোনায় ঢাকায় সর্বোচ্চ রেকর্ড ১০১ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ কোটি ৮ লাখ ৪০ হাজার ১৮০ জন। আর মৃত্যু হয়েছে ৪২ লাখ ৬৫ হাজার ৯০৩ জনের। সবচেয়ে রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপর বেশি মৃত্যু হয়েছে ব্রাজিল ও ভারতে।