করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

তারার আলো অনলাইন ডেস্ক:- করোনা সংক্রমণ বেড়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বিডিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদি দেখি আমাদের দেশে সংক্রমণের হার আবারও আশঙ্কাজনক হাড়ে বেড়ে যায়, তখন বন্ধ করার সিদ্ধান্ত তো শিক্ষা মন্ত্রণালয়কে নিতেই হবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় পরামর্শ সেভাবেই দেবো। আমরা চাইব না যে, আমাদের ছেলেমেয়েরা সংক্রমিত হোক।
তিনি বলেন, ‘অনেক দেশেই তো স্কুল কয়েকবার খুলেছে, আবার বন্ধ করেছে, আবার খুলেছে। আমাদের দেশেও একই নীতি ফলো করবো। আমরা চাই, আমাদের ছেলেমেয়েদের লেখা-পড়া শুরু হয়ে যাক। যদি সংক্রমণ বৃদ্ধি পায়, তাহলে আমরা বন্ধ করে দেব।’
১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে জাহিদ মালেক বলেন, শিশুদের করোনা আক্রান্তের হার কম। ১২বছর বয়সের শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত এখনো আসেনি। ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, দেড় বছর বন্ধ থাকার পর দেশে করোনা সংক্রমণ কমতে থাকায় আগামী রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।