কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের বোর্ডঘর পাড়ায় মংলু মিয়ার শিশুপুত্র জিয়ান হোসেন (৮) খেলনা ঢুল খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা যায়। রোববার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃতের মামা মিজানুর রহমান জানায়, জিয়ানের বাবা পেশায় একজন কাঠুরে। মা জনি বেগম আরএফএল কোম্পানির শ্রমিক। বাবা মায়ের অনুপস্থিতে জিয়ান প্রতিদিনের মত একাই গাছের ডালে কিংবা বাঁশের খুটিতে দড়ি বেধে ঢুল খেলতো।
ঘটনার দিন জিয়ান ঘরের চালায় খুটিতে দড়ি বেধে খেলতে থাকে। এসময় হঠাৎ ঢুলের দড়িতে গলায় প্যাচ লেগে শ্বাসরুদ্ধ হয়ে জিয়ান মারা যায়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন,শিশুটির মানসিক রোগ ছিলো। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।