কিশোরগঞ্জে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে পুরাতন শ্রমিক বাদ দিয়ে নতুন শ্রমিক তালিকাভুক্তির অভিযোগ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:-
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচী বিষয়ে সরকারী কোন নির্দেশনা না থাকলেও অবৈধ ভাবে চেয়ারম্যান-মেম্বাররা পুরাতন শ্রমিক বাদ দিয়ে নতুন শ্রমিক তালিকাভুক্তির অভিযোগ পাওয়া গেছে। নতুন এসব শ্রমিক নিয়োগে অর্থ বাণিজ্যের ঘটনা ওপেন সিক্রেট। বাদ পড়া শ্রমিকরা জেলা প্রসাশকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে।
জানা গেছে, গত তত্বাবধায়ক সরকারের সময় আশ্বিন-কার্তিক মাসে শ্রমিকরা বেকার থাকেন। এ লক্ষ্যে কর্মসৃজন প্রকল্প চালু করে পুটিমারী ইউনিয়নে ২১০ জন শ্রমিক তালিকা ভুক্ত করা হয়। কিন্তু পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন পুরাতন শ্রমিকদের অবৈধ উপায়ে বাদ দিয়ে নতুন শ্রমিকদের কাছ থেকে ৫ হাজার ও ৭ হাজার করে টাকা নিয়ে তালিকা প্রণয়ন করেন যা সরকারি নিয়মের পরিপন্থি।
বাদপড়া শ্রমিক আব্দুর জব্বার,ধৌলি বেগম,লিলি বেগম,সাহেরা সহ আরো অনেকে বলেন। তালিকা থেকে আমাদের নাম বাদ দিয়ে নতুন শ্রমিকদের কাছ থেকে ৫ হাজার থেকে ৭ হাজার করে টাকা নিয়ে তালিকা করেছে চেয়ারম্যান। ওই সব শ্রমিকদের দিয়ে কাজও করাচ্ছে।
পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন, নতুন শ্রমিক নিয়োগের বিষয়ে সরকারি কোন নির্দেশনা নেই।