কুড়িগ্রাম পৌরসভার অর্ধ কোটি টাকার বাজেট ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি: ‘সবার জন্য বাজেট, সবাই মিলে বাজেট’ এই শ্লোগানে কুড়িগ্রাম পৌরসভা ২০২১-২০২২ অর্থ বছরে নতুন করারোপ ছাড়াই বড় অংকের বাজেট ঘোষণা করেছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র কাজিউল ইসলাম ৫০ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার ৩৩০ টাকার রাজস্ব ও উন্নয়ন বাজেট ঘোষণা করেন।বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর সচিব এস.এম রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, প্যানেল মেয়র রোস্তম আলী তোতা, কাউন্সিলর আল হারুনুজ্জামান প্রমুখ। এসময় সকল ওয়ার্ড কাউন্সিলর, ব্যবসায়ী প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।বাজেট নিয়ে বিভিন্ন আলোচনার পর নতুন কর আরোপ না করেই এই রাজস্ব ও উন্নয়ন বাজেটে জাতীয়তা সনদপত্র ফি ৩০ টাকা থেকে কমিয়ে ২০টাকা এবং বিধবা ও বেকারত্ব সনদপত্র ফি ২০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। বিশাল এই বাজেটে ২২ লাখ ৮২ হাজার ২৫ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। এর আগে ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ সালে ১০ কোটি টাকার নীচে বাজেট ঘোষনা করা হয়েছিল। ফলে এবার বড় অংকের এই বাজেটের ভবিষ্যৎ নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে।এ ব্যাপারে পৌর মেয়র কাজিউল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা পৌরসভাকে দৃষ্টিনন্দন করতে চাই। নাগরিকদের সেবা বাড়াতে চাই। পৌরবাসীদের অনেক চাহিদা রয়েছে, সমস্যা রয়েছে। আমাদেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠে আমরা একটা সুন্দর পৌরসভা উপহার দিতে চাই।