
তারার আলো খবর :
তারাগঞ্জে ২নং কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় তারাগঞ্জ শিশু নিকেতন হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল হাসান রিপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক সরকার।
কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলনের সঞ্চালনায় এ বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন ছাবেদ আলী,
প্রভাত রায়, আজিজার রহমান, নুরুল ইসলাম, বুলবুল হোসেন, দেলোয়ার শাহ, জয়নাল আবেদীন, মনোরঞ্জন রায়, মজিবর রহমান প্রমুখ।