কুড়িগ্রামে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :‘ফার্মেসী সবসময় আপনার স্বাস্থ্যের জন্য বিশ্বস্ত’ এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বরে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বরে র্যালি শেষে ডক্টরস ক্লাবে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান। এসময় জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: পুলক কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন তত্বাবধায়ক ডা: মো. শহীদুল্লাহ লিংকন ফার্মাসিস্ট মমিনুল হক, ফার্মাসিস্ট মাসুদ রানা, মোজাম্মেল হক, নার্সিং সুপারভাইজার শোভা বিশ্বাস প্রমুখ।অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) ও বাংলাদেশ বেকার ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিবিডিপিএ)।