কুড়িগ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা: আটক ৪

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ঐ যুবকের নাম ফরিদুল ইসলাম(৩২)। সে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শামছুল আলমের ছেলে। বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সোনাহাট সেতুর পূর্বপাড়ে শহিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় ফরিদুল বাড়ি থেকে ভূরুঙ্গামারী আসার সময় সোনাহাট ব্রীজের পূর্ব পাড়ে শহীদ মোড় এলাকায় পৌছলে পাইকেরছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কাদের আলীর পূত্র সাইফুর ও তার দুইভাই ফরিদুলকে সাইফুরের বাড়িতে তুলে এনে হাতুড়ি দিয়ে বেধরক পিটায়। এতে ফরিদুল জ্ঞান হারিয়ে ফেলে।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে বুধবার দিবাগত ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ফরিদুলের মৃত্যু হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে প্রধান অভিযুক্ত সাইফুরসহ ৪ জনকে আটক করছে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ওসি (চলতি দায়িত্ব) জাহিদুল ইসলাম আসামি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।