নীলফামারী

খামার মালিকের দুইটি গাভী চুরি

স্টাফ রিপোর্টার,সৈয়দপুর (নীলফামারী):
গত শুক্রবার দিবাগত ভোর রাতে নীলফামারীর সৈয়দপুর শহরের একটি ডেইরী খামার থেকে দুইটি গাভী চুরি গেছে। শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকার নূর মোহাম্মদ লাখার খামারের পাকা ঘরের দরজার কবজা ভেঙ্গে গাভী দুইটি চুরি করে নিয়ে যায় চোরেরা।

চুরি যাওয়া গাভী দুইটির আনুমানিক মূল্য চার লক্ষাধিক টাকা বলে জানা গেছে। এ গরু চুরির ঘটনায় খামার মালিক সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল শনিবার পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন।

জানা যায়, শহরের উল্লিখিত এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ লাখা তাঁর বাড়িতে ছোট পরিসরে একটি গরুর খামার গড়ে তোলেন। তাঁর খামারে উন্নত জাতের পাঁচটি গাভী রয়েছে। প্রতিদিনের মতো ঘটনার দিন গত শুক্রবার রাতেও খামারের পাকা ঘরের মধ্যে গাভীগুলো রেখে তালাবদ্ধ করে রাখেন।

এরপর যথারীতি বাড়ির সকলেই ঘুমিয়ে পড়েন। পর দিন গতকাল শনিবার সকালে খামার মালিক নুর মোহাম্মদ লাখা ঘুম থেকে উঠে দেখেন খামারে ঘরের দরজার কবজাগুলো ভাঙ্গা এবং সেখানে রাখা দুইটি গাভী নেই। চুরি যাওয়া গাভী দুইটির এক ফ্রিজিয়ান এবং অপরটি হলস্টির ফ্রিজিয়ান জাতের গাভী রয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী অনেক খোঁজাখুঁজির পরও খামার মালিকের চুরি যাওয়ার গাভীর সন্ধান মেলেনি।

চুরি যাওয়া গাভীর বর্তমান বাজার মূল্য চার লক্ষাধিক টাকা বলে খামার মালিক নুর মোহাম্মদ লাখা দাবি করেন। এ ঘটনায় খামার মালিক নুর মোহাম্মদ লাখা মানসিকভাবে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন।

সৈয়দপুর ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি মো. সাহিদ আজিজ জানান, শহরের চিনি মসজিদ এলাকার মতো একটি ঘনবসতিপূর্ণ একটি আবাসিক এলাকার থেকে এভাবে গাভী চুরির ঘটনায় খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি সৈয়দপুর থানা পুলিশের প্রতি চুরি যাওয়া গাভী উদ্ধারের দাবি জানান।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খামার মালিকের গাভী চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরি যাওয়া গাভী উদ্ধারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button