খালিশা ধুলিয়া সপ্রাবি’র প্রধান শিক্ষক সুকুমার রায়ের মায়ের পরলোকগমন
স্টাফ রিপোর্টার, সৈয়দপুরঃ- নীলফামারীর সৈয়দপুরে খাতামধুপুর ইউনিয়নের পূর্ব খালিশা ধুলিয়া বাবুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার রায়ের মা রঞ্জনীবালা গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি বেশ কিছুদিন যাবৎ দূরারোগ্য ব্যাধিতে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে ও নাতি নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বেলা ১১ টায় সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের পূর্ব খালিশা ধুলিয়া বাবুপাড়ায় শ্মশানে তাকে দাহ্য করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এ্যাডভোকেট তুষার কান্তি রায়, সাধারণ সম্পাদক সুমিত কুমার নিক্কি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি রাজ কুমার পোদ্দার রাজু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) প্রভাষক যোগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর পৌর শাখা সভাপতি প্রতাপ সরকার বিজয় ও সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
স্বর্গীয় রঞ্জনীবালা ছিলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারি নৃপেন্দ্র রায়ের মা।